সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত এর স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনিত করার কেন্দ্রীয় সাদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনে বিএনপি না আসলেও প্রতিদ্বন্দ্বি থাকছেন জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী। আগামী ৩০ মার্চ হবে এই আসনের উপনির্বাচন।
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত এর স্ত্রী জয়া সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানসহ দলের মনোনয়ন প্রার্থী ছিলেন আটজন। অবশেষে জেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা থেকে জয়া সেনগুপ্তকেই চুড়ান্ত করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এতে উচ্ছ্বসিত দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা।
নির্বাচনে দল মনোনিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মী প্রস্তুত বলেও জানান অনেক নেতা।এ নির্বাচনে নিজেদের অবস্থান ভালো মনে করে জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে জাহের আলীকে।
এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ি জাসদ-আম্বিয়া প্রধান অংশের প্রার্থী হয়েছেন সালেহীন শুভ। নিরপেক্ষ ভোট হলে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
তবে উপনির্বাচনের মাঠে নেই বিএনপি। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূণ্য হয়। তফশিল অনুযায়ি মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।