রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৪ই মার্চ আদালতে হাজির হতেই হবে। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।
দুপুরে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত। আজ সোমবার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ ও ১০ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে জানান তার আইনজীবীরা। তাদের সময় আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির তারিখ ১৪ মার্চ নির্ধারণ করে আদালত।
Post Views:
46