বর্তমান সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। সে নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব হারাবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। বলেন সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন বিএনপি বড় দল হিসেবে জনবিচ্ছিন্ন হওয়ার আগেই নির্বাচনে অংশ নেবে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়েছিলো তাকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সিরাজগঞ্জের তাড়াশে অবতরণ করে
Post Views:
171