মোঃ আব্দুল্লাহ আল মামুনঃ শ্রী সুরভি একাডেমি অফ পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উৎসবের আমন্ত্রণে একক নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশের নৃত্য শিল্পী কাজী রায়হান। ভারতের হায়দ্রাবাদে আগামী জুন মাসে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করবে স্পেন , জার্মানি ও নেপাল। প্রায় ৩০০ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে একক প্রতিনিধিত্ব নিয়ে মঞ্চে দেখা যাবে কাজী রায়হানকে।
শিশু বয়সে শখ থেকে নাচে আশা রায়হানের হাতেখড়ি ‘নৃত্যাঞ্চল’ থেকে। নাইমা সুলতানা রেখার হাত ধরেই নৃত্য জগতে পদার্পণ করে নাচের মূল শিক্ষাটা গ্রহণ করেন তিনি। বর্তমানে নিজের দল রুমঝুম নৃত্যালয় এর কাজ নিয়ে ব্যস্ত আছেন । দেশ ও দেশের বাইরে শাস্ত্রীয়নৃত্য, লোকনৃত্য ইত্যাদি কর্মশালা করে নিজেকে প্রস্তুত করছেন তিনি।এর আগে ভারতে দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেল ও ফিলিপাইনের ইন্টারন্যাশনাল ফেস্টিভেলেও অংশগ্রহণ করেছিলেন তিনি ।
শ্রী সুরভি একাডেমি অফ পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উৎসবে আমন্ত্রণ পেয়ে অনুভূতি প্রকাশে রায়হান বলেন,চতুর্থবারের মতো আমি কোন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছি।এটা আমার জন্য অনেক গর্বের আর বাংলাদেশ থেকে আমি আমন্ত্রণ পেয়ে আমি অনেক আনন্দিত কারণ আমি আমার দেশকে নিজের মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি।
এরকম ভাবেই অন্যান্য দেশ সমূহতে যেয়ে আমার দেশকে উপস্থাপন করাই আমার লক্ষ্য। এছাড়া যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা আমাকে যোগ্য ভেবে সুযোগ প্রদান করেছেন।এছাড়াও আমি নৃত্য শিল্পী সুমন মন্ডলকেও ধন্যবাদ দিতে চাই আমাকে সার্বিক সহায়তা করার জন্য।