ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগে ভালোবাসাটাও আবদ্ধ হয়ে পড়েছে চার দেয়ালের মাঝে। অ্যানালগ যুগে মানুষ যখন রাতভর মোবাইল ফোনে কথা চালিয়ে যেত পারত, সেই জায়গা এখন নিয়েছে ভিডিও কল বা অনলাইন কলিং। ফিচার ফোনের স্থানটুকু এখন স্মার্টফোনের দখলে। কিন্তু ভালোবাসা কি বদলে যায় কখনো? কিংবা প্রেমিকের অপেক্ষা, না পাওয়ার বেদনা ইত্যাদি বিষয় কি প্রভাবিত করেছে আমাদের? সে প্রশ্নের উত্তর মিলবে কাজল আরেফিন অমি’র নতুন নাটক “ইনকমপ্লিট”-এ। তাহসান খান, মেহজাবিন চৌধুরী আর তামিম মৃধা অভিনীত নাটকটি এসেছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এর আগে নাটকটি দেখানো হয় বাংলাভিশনে ঈদের সপ্তম দিনে।
সেকেলে প্রেমের গল্পকে অবলম্বন করে গড়ে উঠা নাটকটি ইতোমধ্যে ভালো সাড়া ফেলেছে ইউটিউবে। মানুষ সাদরে গ্রহণ করেছে ভিন্নধর্মী এমন একটি গল্প। নাটকের পাশাপাশি সাড়া ফেলেছে নাটকটির গান “প্রেমের বাকী গল্প সাজাই”। ওয়াসিক সৈকতের লেখা এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটি গেয়েছেন উদীয়মান কন্ঠশিল্পী এপি শুভ।
ইউটিউবের নাটকটির কমেন্টগুলোতে অনেকেই নাটকটির দ্বিতীয় কিস্তি দেখতে চেয়ে অনুরোধ করেছেন। তবে আদৌ ইনকমপ্লিটের পরবর্তী কিস্তি আসবে কিনা তা নির্ভর করছে পরিচালক এবং নাটক সংশ্লিষ্টদের উপর।