ঈদ আসলে উৎসবের আমেজ পড়ে যায় টিভি চ্যানেলগুলোতে। বিনোদনের জনপ্রিয় এই মাধ্যমের সাথে এখন যুক্ত হয়েছে ইউটিউব ও আরো কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম। সব মিলিয়ে প্রতি ঈদে মুক্তি পাওয়া নাটকের সংখ্যাটাও তাই হাতে গোনা নয়। তবে স্রোতের বিপরীতে থেকে ভিন্নধর্মী নাটক পাওয়া যাচ্ছে খুবই কম বলা যায়। এই খুব কম নাটকের লিস্টে যুক্ত হলো আরো একটি নাটক, কাজল আরেফিন অমির “হার্টবিট”।
গল্পের মূল কাহিনী আবর্তিত হয়েছে জিসান নামের একজন যুবকের লাইফ জার্নি নিয়ে। ড্রাগ নিয়ে বসবাস করা উঠতি এই যুবকের জীবনে আসে একের পর এক ধাক্কা। তবে এসব তাঁর বেপরোয়া জীবনের ফল হিসেবেই দেখানো হয়েছে নাটকে। প্রায় নিঃশেষ জীবনের পথের মোড় কিভাবে ঘুরে গেল আর তারপর ফলাফলের হিসেব-নিকেশ দেখানোর চেষ্টা করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। নাটকে জিসানের ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এছাড়াও রয়েছেন তানজিন তিশা, মাসুম বাশার, মিলি বাশার, জিয়াউল হক পলাশসহ আরো অনেকে। নাটকটি এটিএন বাংলায় অন-এয়ার ঈদের ৭ম দিন। তারপর মুক্তি পায় সিডি চয়েস ড্রামা’র ইউটিউব চ্যানেল থেকে।
মুক্তি মাত্র একদিনের মধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে নাটকটি। নাটকের গল্প আর অনবদ্য মেকিংয়ের সাথে ভিন্নতার নতুন মাত্রা এনেছে নাটকের থিম সং “আগুন হয়ে জ্বলবো জানি”। বাংলা নাটকের এমন রক ঘরনার গান আগে খুব একটা দেখা যায়নি। ওয়াসিক সৈকতের লেখা এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটি গেয়েছেন ফাহাদ বিন আজিজ।