ঢাকার আশুলিয়ায় সাতশো‘র বেশি বিক্রয় নিষিদ্ধ পাখি শিকারের কারণে চারজনকে এক বছর করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ।
বন ও পরিবেশ অধিদপ্তর শুক্রবার (০৬ নভেম্বর) ভোরে আশুলিয়ার জিরোবোতে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করে এসব পাখি উদ্ধার করে । এ সময় ৭১০টি টিয়া, মুনিয়া ও ঘুঘু পাখি উদ্ধার হয়। পরে পাখি বিক্রেতাদের সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব পাখি বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ধরেছে শিকারিরা। পরে পাখিগুলো তারা জিরাবো এলাকায় নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে ।
বন ও পরিবেশ অধিদপ্তর ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এমন অভিযান অব্যাহত থাকবে পাখি বিক্রেতাদের বিরুদ্ধে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আজ দুপুর ১২টার দিকে পাখিগুলো অবমুক্ত করা হয়।
Post Views:
92