চাঁদ মামা
হৃদিকা তালুকদার
নিশুতি রাতে পর্দার ফাঁকে চোখ পড়ে যায় আকাশে,
নির্জন বেলা আমি একা খাঁড়া ,সেই চাঁদ হাসে।
মুখ বাড়িয়ে চাঁদকে যখন গবেষণার ভাবে দেখি,
মনে হয় চাঁদ কত অদ্ভুত তুমি, জুড়ায়ে দিলে আঁখি।
কত আকারে, কত কোণে, তুমি কত রঙে দেখা দাও,
চেয়ে চেয়ে চিত্ত নেচে নেচে বলে আমারে নিয়ে যাও।
একটু খানি দাও না ধরা তোমার ও শ্রী-খানি,
ভরে যাবে দেহ-প্রাণ আর দূর হবে সব গ্লানি।
তোমার প্রাণ হতে আঁখি নাহি সরে কীভাবে এতো সুন্দর,
মনে যে পুলক জেগে ওঠে, তাই তোমার তরেতে আদর।
কীভাবে তুমি আমার উঠানে জ্যোৎস্না প্রতিফলন কর,
চেয়ে যে চোখে ঘুম ধরে না, ধরে না দিলেতে সবর।
চাঁদ তুমি ভালো মামা আমার,কবিতা গীতের প্রোরণা,
তুমি খোদার অপূর্ব সৃষ্টি, নেই তোমার কোনো তুলনা।
Post Views:
234