ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের আলোচিত সাবেক কর্মকর্তা ও সোভিয়েত গুপ্তচর জর্জ ব্লেক মৃত্যুবরণ করেছেন। শীতল যুদ্ধের সময় এই গুপ্তচল ‘ডাবল এজেন্ট’ হিসেবে সোভিয়েত ইউনিয়নের পক্ষে এমআইসিক্সে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
Post Views:
110