পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাবার সময় সুগার মিলের সামনে নষ্ট অবস্থায় রাস্তার বাম পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। মাইক্রোবাসটি দাঁড়ানো লোরেট ট্রাক্টর গাড়িটির পেছনে ধাক্কা দেয়। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আর তিনজন চিকিৎসাধীন রয়েছে।
Post Views:
47